নিম্নের বিষয়টি শুনতে পারবেন।
ডাউনলোড করে পড়তে পারবেন।
পড়ার চেয়ে যারা শুনতে পছন্দ করেন, তাঁরা এখানে বিষয়টি শুনতে পারবেন।
অনলাইন বা সফট কপি পড়তে অভ্যস্ত নন, তাঁরা ডাউনলোড করে পড়তে পারবেন।
৩৫। বিচার ও দন্ড সম্পর্কে রক্ষণ
(১) অপরাধের দায়যুক্ত কার্যসংঘটনকালে বলবৎ ছিল, এইরূপ
আইন ভঙ্গ করিবার অপরাধ ব্যতীত কোন ব্যক্তিকে দোষী সাব্যস্ত করা যাইবে না, [তবে
অপরাধ-সংঘটনকালে বলবৎ আইনে যে দণ্ড থাকুক না কেন,
তাঁহাকে বর্তমান আইন অনুযায়ী অপরাধের দণ্ড দেওয়া যাইবে। ]১
(২) এক অপরাধের জন্য কোন
ব্যক্তিকে একাধিকবার ফৌজদারীতে সোপর্দ ও দণ্ডিত করা যাইবে না।
(৩) ফৌজদারী অপরাধের দায়ে
অভিযুক্ত প্রত্যেক নাগরিক আইনের দ্বারা প্রতিষ্ঠিত স্বাধীন ও নিরপেক্ষ আদালত বা ট্রাইব্যুনালে
দ্রুত ও প্রকাশ্য বিচারলাভের অধিকারী হইবেন।
(৪) কোন অপরাধের দায়ে অভিযুক্ত
ব্যক্তিকে নিজের বিরুদ্ধে সাক্ষ্য দিতে বাধ্য করা যাইবে না।
(৫) কোন ব্যক্তিকে যন্ত্রণা
দেওয়া যাইবে না কিংবা নিষ্ঠুর, অমানুষিক বা লাঞ্ছনাকর দণ্ড দেওয়া যাইবে না কিংবা কাহারও
সহিত অনুরূপ ব্যবহার করা যাইবে না।
(৬) আইনে
নির্দিষ্ট কোন দণ্ড বা বিচারপদ্ধতি সম্পর্কিত কোন বিধানের প্রয়োগকে এই অনুচ্ছেদের [ ]২ (৫) দফার কোন কিছুই প্রভাবিত করিবে না।
(৭) জিজ্ঞাসাবাদের ক্ষেত্রে জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে উত্থাপনের পূর্বে এবং অনুমতি ব্যতীত
কোন ব্যক্তিকে যন্ত্রণা দেওয়া যাইবে না কিংবা লাঞ্ছিত বা মানহানি করা যাইবে না।
তবে অনুমতি সাপেক্ষে সংসদ আইনের দ্বারা অঙ্গহানি, শারীরক ক্ষত বা ক্ষতি না করিয়া চিকিৎসকের
লিখিত পরামর্শ অনুযায়ী শারীরক ও মানসিক যন্ত্রণা দেওয়া যাইবে, এবং নার্কো, পলিগ্রাফ
টেস্ট ইত্যাদি আধুনিক প্রক্রিয়ায় ব্যক্তির ক্ষতিসাধন না করিয়া জিজ্ঞাসাবাদ বা সত্য-মিথ্যা
যাচাই করা যাইবে।
“১। এবং অপরাধ-সংঘটনকালে বলবৎ সেই আইনবলে যে দণ্ড দেওয়া যাইতে পারিত, তাঁহাকে তাহার অধিক বা তাহা হইতে ভিন্ন দণ্ড দেওয়া যাইবে না।", ”২। (৩) বা”,
“০০। ককককক= নতুন উপধারা বা ধারা, ককককক= সংযুক্ত, [কককক]০০=সংশোধিত বা পরিবর্তিত, ককককক= বিলুপ্ত, ককককক= অপরিবর্তিত"